Recent News

নারায়ণগঞ্জের চাষাড়ায় নবাব সলিমুল্লাহ রোডে নব নির্মিত নিজস্ব ভবনে বিকেএমইএ’র কার্যক্রম অস্থায়ীভাবে শুরু হয়েছে। পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভার মধ্য দিয়ে ২০ মে ২০২৩ তারিখে এ কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি। সভা শুরুর আগে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, এমপি নতুন ভবনের প্রতিটি ফ্লোর পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পবিত্র কোরআন থেকে তিলায়াত ও দোয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম দোয়া পরিচালনা করেন।  বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি বলেন, বিকেএমইএ’র এই ভবন সারা বাংলাদেশের সম্পদ। নীটওয়্যার খাতে কর্মরত দেশের যেকোনো প্রান্তের মালিক-শ্রমিকের জন্য এই ভবনের দরজা সব সময় খোলা আছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের প্রতিটি পর্যায়ে প্রধানমন্ত্রী ও তার সরকারের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছে বিকেএমইএ। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। দেশের নীটওয়্যার খাতকে এগিয়ে নিতে বিকেএমইএ’র এই নতুন ভবন অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।  পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আখতার হোসেন অপূর্ব, আশিকুর রহমান। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. মির্জা আকবর আলী চৌধুরী, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ।